চট্টগ্রামে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গাড়ি (ঢাকা মেট্টো ট- ১৪-২৩৮২) পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।

- Advertisement -

বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বদুর পাড়া রাস্তার মাথার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত শ্রমিকের নাম মেহেদী হাসান (৪০)। তার বাড়ি গোপালগঞ্জ। তিনি পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গাড়ির হেলপার।

জানা যায়, ঘটনার দিন দুপুর ১২টার সময় গ্যাসের বোতল ভর্তি একটি ট্রাক চন্দনাইশ উপজেলার বদুর পাড়া রাস্তার মাথার পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গোডাউনে গ্যাসের বোতল রেখে ফেরার পথে রাস্তার উপরে ঝুলানো পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায় গাড়ির হেলপার মেহেদী হাসান (৪০)।

- Advertisement -islamibank

গাড়ির উপরে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হয়। পরে মেহেদীকে স্থানীয়রা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পেট্রোম্যাক্স এলপি গ্যাসের সেলস্ অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–১-এর চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) মো. ফখর উদ্দিন বলেন, অসাবধানতার বশত এই দূর্ঘটনা ঘটেছে। সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, অনুমোদন ছাড়াই পেট্রোম্যাক্স এলপি গ্যাসে গুদাম পরিচালিত হচ্ছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ