গুরুত্বপূর্ণ ম্যাচে একই ভুল দুবার করলেন টিগ্রেসের রক্ষণভাগের ফুটবলাররা। উপহার হিসেবে পাওয়া দুই পেনাল্টির সুযোগ হাতছাড়া করলেন না লুইস সুয়ারেজ।
স্বস্তির জয়ে লিগস কাপের সেমি-ফাইনালে উঠে গেল ইন্টার মায়ামি।
পেশির পুরোনো চোটের কারণে এই ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে।
তবে আজ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালারিতে বসে সুয়ারেজের জোড়া গোল এবং মায়ামির জয় উপভোগ করলো লিওনেল মেসি।
ঘরের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া কোয়ার্টার-ফাইনাল ম্যাচে টিগ্রেসকে ২-১ গোলে হারায় মায়ামি।
পেনাল্টি থেকে দলের দুটি গোলই করেন সুয়ারেজ। টিগ্রেসের পক্ষে একটি শোধ দেন অ্যাঞ্জেল কোররেয়া।
এর আগে গত ২ আগস্ট লিগস কাপে গ্রুপ পর্বের নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পান। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত শনিবার এমএলএসে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে মায়ামির ৩-১ গোলের জয়ে বদলি হয়ে নেমে গোল করার পাশাপাশি গোল করানও।
সেই ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো সতর্কবার্তা দিয়েছিলেন, শতভাগ স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেননি মেসি। অর্থাৎ, মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাঁকে পর্যবেক্ষণে রেখেছিল মায়ামি।
মেসি এর মধ্যে আলাদা অনুশীলন করেছেন। আর আজ ম্যাচের দিন স্টেডিয়ামে এসেছিলেন সাদা টি-শার্ট পরে। তাঁর ভক্তরা তখনই বুঝে ফেলেন, আর্জেন্টাইন কিংবদন্তিকে আজ মাঠে নয় গ্যালারিতে দেখা যাবে।
তবে মাঠে অধিনায়ক না থাকলেও দুই অর্ধে দুটি গোল করে কোনো বিপদ হতে দেননি সুয়ারেজ।
জেএন/পিআর