হ্যারি কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের উড়ন্ত জয়

অনলাইন ডেস্ক

দুর্দান্তভাবে নতুন মৌসুম শুরু করল বায়ার্ন মিউনিখ। আরবি লাইপজিগকে ৬–০ গোলে উড়িয়ে দিল বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

- Advertisement -

ম্যাচের নায়ক হ্যারি কেইন, ৬৪ থেকে ৭৭ মিনিটের মধ্যে টানা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। মৌসুমের প্রথম

- Advertisement -google news follower

ম্যাচে এত দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড এর আগে হয়েছিল ১৯৭১ সালে—শালকের কিংবদন্তি ক্লাউস ফিশারের সৌজন্যে। তিনি মাত্র ১২ মিনিটে ৩ গোল করেছিলেন।

কেইনের সঙ্গে তাল মিলিয়েছেন নতুন সতীর্থরাও। জোড়া গোল করেছেন মাইকেল ওলিস, আর লিভারপুল থেকে আসা লুইস দিয়াজ করেন একটি।

- Advertisement -islamibank

প্রথমার্ধে ওলিসের জোড়া গোল ও দিয়াজের দুর্দান্ত শটে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর মঞ্চ দখল করেন কেইন। তার দুটি গোলে সহায়তা করেন দিয়াজ। টটেনহাম থেকে ২০২৩ সালে যোগ দেওয়ার পর এটি বায়ার্নের হয়ে কেইনের নবম হ্যাটট্রিক।

শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় করতালিতে অভিভাদন পান ৩২ বছর বয়সী এই ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শেষে কেইন বলেন, ‘বিরতিতে যখন ৩–০ তে এগিয়ে গেলাম, তখনই ভেবেছিলাম গোল তালিকায় আমাকেও নাম তুলতে হবে।’

বায়ার্ন অধিনায়ক জশুয়া কিমিখ ম্যাচ শেষে সতীর্থের প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘কেইন শুধু গোলই করে না, সতীর্থদের দিয়েও করায় এবং রক্ষণেও সাহায্য করে। দলের জন্য এটাই সবচেয়ে বড় অবদান।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ