গ্রিসে বাইক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার বিকালে রাজধানী এথেন্সের পেত্রু র‌্যালি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর ঘোষপাড়ার সুদীপ ঘোষ এবং শরীয়তপুরের দেশহাতরা গ্রামের বাসিন্দা মোসলেউদ্দিন বাবু মোল্লা।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসঙ্গে কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় সুদীপ বাবুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ