আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার সরকার সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না।
আজ শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন; আমরা সে সময়ই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের সময় আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবো।
প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্র উদ্ধারের ব্যাপারে বলতে গেলে- আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। এটা একটি চলমান প্রক্রিয়া। আশা করছি- ইলেকশনের আগেই প্রায় অস্ত্রগুলো আমরা উদ্ধার করে ফেলবো।
জনগণ আমাদের মেইন ফ্যাক্টর দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ এবং রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনমুখী হবে। তখন আর নির্বাচন করতে অসুবিধা হবে না।
জেএন/পিআর