রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ এক পাচারকারী যুবক আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে ২০ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ এক মাদককারবারী যুবককে আটক করেছে ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

- Advertisement -

শনিবার(২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এসব ইয়াবাসহ ধরা পড়ে এ মাদককারবারী।

- Advertisement -google news follower

আটক যুবকের নাম মো. আক্তার হোসেন ফারুক (২৩)। সে টেকনাফ উপজেলার সাবরাং আলীর ডেইল গ্রামের আমির হোসেনের ছেলে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি আরও জানান,শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি ‘র অধিনস্থ রেজুখাল চেকপোস্টের একটি নিয়মিত তল্লাশি দল টেকনাফ থেকে কক্সবাজারগামী ১টি মোটর সাইকেল তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় মোটরসাইকেল চালক ফারুককে আটক করা হয়। এছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ আসামিকে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

বিজিবি অধিনায়ক আরও বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ