আবারও বন্ধ হলো কাপ্তাই বাঁধের সবগুলো জলকপাট

অনলাইন ডেস্ক

তিন দিনের মাথায় দ্বিতীয় বারের মতো আবারও বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সবগুলো জলকপাট। ভারী বৃষ্টিপাত না থাকায় পানির উচ্চতা স্বাভাবিক হওয়ায় শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

- Advertisement -google news follower

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ভারী বৃষ্টিপাত না থাকায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় আজ বিকেলে ১৬টি জল কপাট বন্ধ করা হয়েছে এবং হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ১৫ ফুট মীনস সি লেভেল।

এর আগে, ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির উচ্চতা বেড়ে বিপদ সীমা অতিক্রম করায় গত বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এর ফলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হয়েছিল।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ