কক্সবাজারের মহেশখালীতে তোফায়েল আহমেদ নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাছাড়া ওই চিংড়ি ঘেরের শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করার অভিযোগও পাওয়া গেছে।
এর আগে গতকাল শনিবার রাতে কালারমারছড়াস্থ ৮ জনইন্যা ও ১৫ জনইন্যা নামক চিংড়ীর ঘেরে হামলা চালিয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল। অপহরণের পর ৫ ঘন্টা পর গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার ভোরে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে ব্যবসায়ী তোফায়েল আহমেদের মরদেহ উদ্ধার হয়।
নিহত তোফায়েল আহমেদ উপজেলার কালারমারছড়ার খউস্বরো গোষ্ঠী মৃত ছিদ্দিক আহমদ মাতব্বরের ৫ সন্তান ও কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হাসানের ছোট ভাই।
নিহত ব্যক্তির বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন, গতকাল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয়।
একপর্যায়ে তাঁর ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, সংবাদ পাওয়ার পর নিহত তোফাইল আহমদকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের ঘটনার তদন্ত চলছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।
জেএন/পিআর