চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদার মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দদের সহায়তায় রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযানটি পরিচালিত হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
পরে জব্দকৃত জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
জেএন/পিআর