পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াতে ইসলামী নেতা ও স্থানীয় মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৪৭) নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে মোটরসাইকেলযোগে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম।

- Advertisement -islamibank

পথে গোঁয়াখালী–সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তা মোড়ে পৌঁছালে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হত। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জাহাঙ্গীর আলম পাঁচ সন্তানের জনক ছিলেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার বাসিন্দা বখতিয়ার উদ্দিনের ছেলে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ