শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগে ধরা পড়ল ১৩০ কোটি টাকার কোকেন

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর কাছ থেকে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

- Advertisement -

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এম এস পেতুলা স্টাফেল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি গায়ানার নাগরিক হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন সূত্রে তথ্য আসে যে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে একজন যাত্রী মাদক চোরাচালানে জড়িত থাকতে পারেন। তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

- Advertisement -islamibank

উড়োজাহাজটি রাত আনুমানিক আড়াইটার দিকে অবতরণ করে। এরপর গোয়েন্দারা সংশ্লিষ্ট যাত্রীর পরিচয় নিশ্চিত করে তার লাগেজ স্ক্যান করেন।

স্ক্যানিংয়ের সময় তার ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো বস্তু পাওয়া যায়, যা কোকেন হিসেবে শনাক্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেনগুলো উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এগুলো কোকেন।

ঘটনার পর, কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ