বাংলাদেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে আরও ২৫ জন বিচারপতি যুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নিয়ে তাঁরা দায়িত্ব গ্রহণ করেন।
এ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি নিজেই। শপথের কার্যক্রমটি পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।
নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের তালিকায় রয়েছেন আইনজীবী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন জেলা ও দায়রা জজ।
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এবং চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম—সব মিলিয়ে অভিজ্ঞতার বিস্তৃত ক্ষেত্র থেকে বিচারক বাছাই করা হয়েছে।
কেমন হবে জকসু নীতিমালা? কেমন হবে জকসু নীতিমালা?
তালিকায় আরও আছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এবং সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম।
পাশাপাশি রয়েছেন একাধিক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যাঁদের মধ্যে আছেন দিহিদার মাসুম কবীর, মো. মনজুর আলম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও অনেকে মনোনীত হয়েছেন—মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর ও উর্মি রহমান। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন তালিকায়।
এর আগে, সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই ২৫ জনকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাধারণত নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে থাকেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সরকারি আইন কর্মকর্তারা এবং প্রশাসন বা বিচার বিভাগে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ কর্মকর্তারা।
জেএন/পিআর