৬৫ বছর বয়সী বৃদ্ধের মরদেহ পড়ে ছিল রামগড়-হেয়াকো সড়কে

অনলাইন ডেস্ক

রামগড়-হেয়াকো সড়কের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজার সংলগ্ন এলাকা থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

- Advertisement -google news follower

মৃত ওই বৃদ্ধের নাম হাঁচি মিয়া। তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নস্থ ৩ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা মৃত নজির আহম্মদের ছেলে।

এ বিষয়ে ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

- Advertisement -islamibank

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি তদন্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ