কক্সবাজারে ভুয়া দন্তচিকিৎসককে জরিমানা, ডেন্টাল ক্লিনিক সিলগালা

অনলাইন ডেস্ক

কক্সবাজারে লাইসেন্স ছাড়াই ভুয়া পরিচয়ে ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে রমিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা সদর হাসপাতাল রোডের ‘মডার্ণ ডেন্টাল কেয়ার’-এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

অভিযান সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে রমিজ উদ্দিন লাইসেন্সবিহীনভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন।

তিনি নিজেকে ‘সার্টিফাইড ডেন্টিস্ট’ দাবি করলেও জিজ্ঞাসাবাদে জানান, তিনি মূলত ডেন্টাল টেকনিশিয়ান। তবুও তিনি রোগীদের দাঁতের স্কেলিং, রুট ক্যানাল, ক্যাপ পরানোসহ নানা চিকিৎসা দিয়ে আসছিলেন। এ পর্যন্ত তার রেজিস্টারে ৩৪৫২ রোগীর চিকিৎসা সেবার রেকর্ড পাওয়া যায়।

- Advertisement -islamibank

অভিযানকালে উপস্থিত রোগীরাও জানান, তারা রমিজ উদ্দিনকেই ডাক্তার ভেবে চিকিৎসা নিয়েছেন। ক্লিনিকে অন্য কোনো নিবন্ধিত চিকিৎসক নিয়মিত রোগী দেখেন—এমন প্রমাণও পাওয়া যায়নি।

পরিস্থিতি বিবেচনায় তাকে ‘বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল আইন, ২০১০’ এর ২৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, মেডিকেল অফিসার স্মৃতি সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জওহরলাল পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেন্টাল চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে লাইসেন্সের আওতায় আনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ