সৈকত পরিদর্শনে এসে বললেন উপদেষ্টা শেখ বশির উদ্দীন

পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্স নির্মাণ শেষ হবে ডিসেম্বরে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

- Advertisement -

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় পারকি সমুদ্র সৈকত এবং সেখানে চলমান পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

- Advertisement -google news follower

শেখ বশির উদ্দীন বলেন, আমরা কাজের মান দেখেছি। কিছু জায়গায় সমস্যা থাকলেও সেগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে একটি বাংলো প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি আমাদের নিজস্ব প্রতিনিধি নিয়মিত থাকেন, তাহলে কাজের গতি আরও বাড়বে।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, পানি সমস্যাসহ নানা কারণে প্রকল্পের কাজে কিছুটা ধীরগতি দেখা দিয়েছিল।

তবে আমি সংশ্লিষ্ট সকল ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে।

তিনি বলেন, পারকি সমুদ্র সৈকত ঘুরে দেখেছি। ঝাউ গাছগুলো উপড়ে যাচ্ছে।এগুলো আমরা নোট করেছি এবং এ বিষয়ে আলোচনা করা হবে।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স প্রকল্পটি একটি সম্ভাবনাময় উদ্যোগ।

এখানে স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একইসাথে পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা জরুরি।

পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ