সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী একটি কাভার্ডভ্যানও জব্দ করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার যুবকরা হল-গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ (৩০)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের পেয়ে অভিযান পরিচালনা করে ৮০ হাজার ইয়াবাসহ দু’জন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বললেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ