চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় মল্লর বাড়ির একটি বসতঘরে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ স্কুল পড়ুয়া শিক্ষার্থী শশী ঘোষ (১২)ও চলে গেল না ফেরার দেশে।
আজ বুধবার (২৭ আগষ্ট) ভোর সোয়া চারটার সময় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শশী ওই বাড়ির বাসিন্দা বিপ্লব ঘোষ ও কনা ঘোষ দম্পতির কণ্যা। সে চট্টগ্রাম নগরীর জামালখান সেন্ট মেরী’স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
এর আগে গতকাল অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার গীতা রানি ঘোষ (৬৫)। এ নিয়ে এ ঘটনায় মোট দুজনের মৃত্যু হয়েছে। দিদার মৃত্যুর পর নাতনির চলে যাওয়া শোকে ভাসছে পুরো পরিবার।
এদিকে এখনো ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিঃসাধীন আছেন শশীর বাবা বিপ্লব ঘোষ (৪৯) ও মা কনা ঘোষ (৩৫)।
উল্লেখ্য : সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মল্লর বাড়ির একটি বসতঘরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৬৫ বছর বয়সী বৃদ্ধা গীতা রানী ঘোষ মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন।
জেএন/পিআর