সিএমপি-আঞ্জুমান ট্রাস্টের বৈঠকে জুলুসের রোডম্যাপ ঘোষণা

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র জশনে জুলুসে ঈদ–ই–মিলাদুন্নবী (দ.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাথে আনজুমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম আসন্ন জুলুসের রোডম্যাপ ঘোষণা করা হয়। বলা হয়, এবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আলমগীর খানকা শরীফ থেকে নগরীর জিইসি মোড় পর্যন্ত জুলুস অনুষ্ঠিত হবে।

- Advertisement -google news follower

বৈঠক থেকে রোডম্যাপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং আনজুমান ট্রাস্ট্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলমসহ আনজুমান ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ