কক্সবাজারের বাঁকখালী নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকায় ২০ মাস আগে মসজিদের পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে মাওলানা নুর আলমের ছেলে নকিব উদ্দিন।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে জানল তার আরেক ছেলে মিসবাহ উদ্দিনও আর বেঁচে নেই। ২০ মাসের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে দুঃখে বিহ্বল হয়ে পড়েছেন পিতা-মাতা সহ আত্মীয়-স্বজনরা।

- Advertisement -google news follower

স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেল ৫ টার দিকে বাঁকখালী নদীর চাঁদের পাড়া পয়েন্টে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ উদ্দিন।

এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও মরদেহ পাওয়া যায়নি। একই সাথে স্থানীয় লোকজনও তল্লাশি কার্যক্রম চালায়।

- Advertisement -islamibank

এক পর্যায়ে আজ সকাল আটটার দিকে বাঁশখালী ব্রিজ এলাকায় ভাটায় জেগে উঠা চড়ে কিশোর মিসবার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এই ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানিয়েছেন, কিশোর মিসবাহ উদ্দিন নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে।

তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিদল সমুদ্র সৈকতের লাইভ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

ইউএনও জানান, মৃত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ