চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে ওয়ান শুটার রাইফেলসহ চন্দনাইশে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
প্রায় তিন সপ্তাহ নজরদারীর পর অবশেষে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবলীগ নেতার নাম মো. মিজান (৩০)। সে চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চন্দনাইশ চৌধুরীপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে। মিজান স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
চন্দনাইশ আর্মি ক্যাম্প প্রেরিত তথ্যে জানা যায়, আটক মিজানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটককৃত মিজানকে চন্দনাইশ থানা পুলিশে সোপর্দ করা হয়।
জেএন/পিআর