সীতাকুণ্ডে অস্ত্রের কারখানার সন্ধান, অভিযানে আটক ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দেশিয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

- Advertisement -

আজ শনিবার (৩০ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়েছে।

- Advertisement -google news follower

আটকৃতরা হলো- বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. রুমন (২৫), সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. আশিক (৩৫) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, কারখানায় চারজন সন্ত্রাসীসহ ছয়টি দেশিয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ পাঁচ রাউন্ড, চাইনিজ কুড়াল একটি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জারসহ দুটি, মেগাফোন একটি, প্যারাসু্ট ফ্লেয়ার চারটি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

গ্রেপ্তার করা সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।

সেখান থেকে অস্ত্র তৈরির সাথে জড়িত ৪ সন্ত্রাসী ও তৈরিকৃত দেশীয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ