চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের বাদামতল এলাকায় বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশি অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মামলা দুটি দাযের করা হয়।
এর মধ্যে বাংলাদেশ পেনাল কোডের ২৪ ধারায় সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ৫ জনকে। তারা হলেন, ইকবাল হোসেন প্রকাশ শাকিল ও তার মা রহিমা বেগম, মো. আক্কাস, মহিউদ্দিন ও মো. হাবিব।
অপর দিকে অস্ত্র আইনে দায়ের করা পৃথক মামলায় আসামি করা হয়েছে দুইজনকে। তারা হলেন- ইকবাল হোসেন প্রকাশ শাকিল ও তার মা রহিমা বেগম।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি একটি নাইন এমএম পিস্তল।
এই অস্ত্রের উৎস কোথায়, কার কাছে ছিল এবং কী উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল তা তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের বাদামতল এলাকায় পৈত্রিক জায়গা দখল নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শাকিল তার হাতে থাকা পিস্তলটি মা রহিমা বেগমের কাছে দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ রহিমা বেগমের পিছু নেয়।
এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী চৌমুহনী বাজারের একটি টেইলার্সের দোকানে পিস্তলটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করা হয়।
জেএন/পিআর