শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে চবিতে পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

- Advertisement -

রোববার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

- Advertisement -google news follower

তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোববারের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি দেখে নতুন তারিখ জানানো হবে।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ানের মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

- Advertisement -islamibank

এ ঘটনার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের শরীরে দেশীয় অস্ত্রের আঘাতও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ঘটনার সময় যারা বিভিন্ন ফ্ল্যাটে আটকা পড়েছিল, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে এখন ভিসি মিটিং করছেন। এলাকার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে। তিনি ২ নম্বর গেটের মাছ বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন।

রাত সাড়ে ১১টার দিকে বাসায় ঢুকতে গেলে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে দারোয়ান ওই শিক্ষার্থীকে মারধর করেন।

এরপর ওই শিক্ষার্থী এক সহপাঠীকে ফোনে জানালে কয়েকজন শিক্ষার্থী গিয়ে দারোয়ানকে ধরতে চান। সেখান থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে ওঠে, স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোকজন জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

পাল্টা হিসেবে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ