ভিএরআর বাঁধায় ৩ গোল বাতিলের পরও অপরাজেয় ছন্দে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

অফসাইডের কারণে গোল বাতিলের সঙ্গে অপরিচিত নন কিলিয়ান এমবাপে। তবে শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে একসঙ্গে দুটি গোল বাতিল হওয়ায় হতাশ হতে হয়েছে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকাকে।

- Advertisement -

ম্যাচ শেষে ভিএআরে দেখানো নিজের অফসাইডের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ারও করেন তিনি। সবমিলিয়ে তিনটি গোল বাতিল হলেও শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়র ও আর্দা গুলারের দাপটে টানা তৃতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় লস ব্লাঙ্কোস।

- Advertisement -google news follower

ম্যাচের ১৮ মিনিটেই কর্নার থেকে আসা বলে গোল করে এগিয়ে যায় মায়োর্কা। এরপর ভিএআরের কারণে একের পর এক গোল বাতিলে রিয়ালের সমর্থকদেরও হতাশ হতে হয়েছে।

তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে তারা ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে রিয়াল নেয় ১৭টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অপরদিকে মায়োর্কার ৯ শটের ৫টিই ছিল অন টার্গেটে।

- Advertisement -islamibank

চতুর্থ মিনিটেই অঁরেলিয়ে চুয়ামেনির শট ওপরে চলে যায়। মিনিট দুয়েক পর এমবাপে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ১৮ মিনিটে মায়োর্কার গোল।

তবে ৩৭ মিনিটে আর্দা গুলারের মাথায় ভর করে সমতায় ফেরে রিয়াল। এক মিনিটের ব্যবধানে ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষ ডিফেন্ডারের ফাঁক গলে বাঁ পায়ের শটে গোল করে দলকে লিড এনে দেন।

বিরতির আগে আবারও গোল করেন এমবাপে, কিন্তু এবারও অফসাইড ধরা পড়ে। দ্বিতীয়ার্ধে গুলারের আরেকটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। ৬৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচান আলভারো কারেরাস, প্রতিপক্ষের জোরালো শট পা বাড়িয়ে ঠেকিয়ে।

শেষদিকে এমবাপের শটও প্রতিহত হয় মায়োর্কার রক্ষণে। ফলে জয় এলেও তার মুখে ছিল হতাশার ছাপ। মৌসুমের প্রথম তিন ম্যাচেই জিতে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ