বাবা হলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাকের জামাতা শাদাব

অনলাইন ডেস্ক

পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শাদাব খান প্রথমবারের মতো পিতা হয়েছেন। স্ত্রী মালাইকার সঙ্গে তাদের কন্যাসন্তানের জন্মের খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শাদাব।

- Advertisement -

ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় শাদাব লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রথম সন্তান হিসেবে একটি সুন্দর কন্যা উপহার দিয়েছেন।

- Advertisement -google news follower

এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের নতুন জীবনের যাত্রার জন্য দোয়া করবেন।

শাদাবের শ্বশুর ও পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকও নানা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন।

- Advertisement -islamibank

এক পোস্টে তিনি লিখেছেন, সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে—আলহামদুলিল্লাহ, আমি এখন আনুষ্ঠানিকভাবে দাদু!

আমার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছে। আমি আমার নাতনিকে জড়িয়ে ধরা, তার সঙ্গে গল্প বলা আর মজার মুহূর্তগুলো উপভোগ করার জন্য অধীর হয়ে আছি।

শাদাব ও মালাইকার নতুন সদস্যকে স্বাগত জানিয়ে পাকিস্তানি ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আজম খান, সরফরাজ আহমেদ এবং সাবেক অধিনায়ক আজহার আলী।

উল্লেখ্য, ২০২৩ সালে শাদাব খান বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকলায়েন মুশতাকের কন্যা মালাইকার সঙ্গে। সে সময় টুইটারে শাদাব লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, আজ আমার নিকাহ সম্পন্ন হলো।

এটি আমার জীবনের একটি বড় দিন এবং নতুন অধ্যায়ের সূচনা। আমাদের ও আমাদের পরিবারের ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি। সবার দোয়া ও ভালোবাসা চাচ্ছি।

পিতৃত্বের নতুন অধ্যায়ে শাদাব খানের জীবন আরও পূর্ণতা পেল—এমনটাই বলছেন তার ভক্ত-সমর্থকরা। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন অভিনন্দনের জোয়ার। সূত্র: সামা টিভি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ