বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা-প্রযোজক। এ ছাড়াও বাংলা টেলিভিশনের পরিচিত সঞ্চালক অঙ্কুশ হাজরা।
এ বার তাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), খবর এমনই। শোনা যাচ্ছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে ছিলেন অভিনেতা।
বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় রয়েছেন বেশ কয়েক জন অভিনেতা এবং নেটপ্রভাবী।
সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা। এ বার কি সেই তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ?
এর আগে আর কোনও টলিউড তারকার নাম জড়ায়নি এই ঘটনায়। সূত্রের খবর, পুজোর আগেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে।
তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ।
এই বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। সূত্র: আনন্দ বাজার