চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তানজিবা সাইফুল তিশমা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

- Advertisement -

গতকাল রবিবার বিকেলে বাস থেকে নামার সময় রাস্তায় পড়ে গেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত তানজিবা সাইফুল তিশমা হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

তিশমা তার পরিবারের সঙ্গে নগরের মুরাদপুর এলাকায় থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

- Advertisement -islamibank

এক প্রত্যক্ষদর্শী জানান, বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিশমার বাবা সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন এবং সন্তানের মৃত্যুতে আহাজারি করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ