‘যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না’

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দল ও রাজনীতিবিদকে সমর্থন করে না। আমরা তাদের কর্মসূচি ও অবস্থান জানতে বৈঠক করেছি। কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না।

- Advertisement -

ট্রেসি আরোও বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে অন্তবর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। আমরা কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির পক্ষে নই।

- Advertisement -google news follower

সোমবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে তিনি আরও বলেন, ‎আমরা এখানে বুঝতে এবং জানতে এসেছি। বাইরে অনেক ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে।

- Advertisement -islamibank

একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আগামী বছর নির্বাচন হবে, যাতে করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্খা ও স্বপ্নের প্রতিফলন ঘটবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ