ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দল ও রাজনীতিবিদকে সমর্থন করে না। আমরা তাদের কর্মসূচি ও অবস্থান জানতে বৈঠক করেছি। কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না।
ট্রেসি আরোও বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে অন্তবর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। আমরা কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির পক্ষে নই।
সোমবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে তিনি আরও বলেন, আমরা এখানে বুঝতে এবং জানতে এসেছি। বাইরে অনেক ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে।
একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আগামী বছর নির্বাচন হবে, যাতে করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্খা ও স্বপ্নের প্রতিফলন ঘটবে।
জেএন/পিআর