আনোয়ারার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ধরা পড়েছে কক্সবাজারের উখিয়ায়

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ১৪ বছর আগে সংঘটিত আবদুর শুক্কুর হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (৩১ আগস্ট) বিকালে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আহম্মদ মিয়া উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানার ১৩(৮)১১ নং মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন তিনি। উপ-পরিদর্শক শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) নুরুল আবছারসহ পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আহম্মদ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

- Advertisement -islamibank

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট আবদু শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ মোট পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থেকে সাজা পরোয়ানামূলে কারাগারে যান।

তবে আহম্মদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ