পরিত্যক্ত স্লুইচ গেইটে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত স্লুইচ গেইটে গোসল করতে নেমে পানিতে ডুবে নুর নবী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ সোমবার বেলা ১১টার দিকে রামগড় উপজেলার সোনাইআগা পরিত্যক্ত স্লুইচ গেইটের খালে এ দুর্ঘটনা হয়।

- Advertisement -google news follower

মৃত নুর নবী রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো. লিটনের ছেলে। সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মামা ইসমাইল হোসেন বলেন, ‘সহপাঠীদের নিয়ে স্লুইচ গেইটে গোসল করতে নেমে গেইটের গভীর ডোবায় ডুবে যায় নুর নবী।

- Advertisement -islamibank

পরে সহপাঠীদের চিৎকার শুনে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়।’

রামগড় থানার উপ-পরিদর্শক রায়হান বলেন, ‘পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ