ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

- Advertisement -

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিছিল করছেন তারা।

- Advertisement -google news follower

এ ছাড়াও ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় ঢাবি শাখা ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নও বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

- Advertisement -islamibank

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ স্থগিত আদেশ দেওয়া হয়েছে। পরে অবশ্য সে হাইকোর্টের সে আদেশ স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত।

এর আগে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এই নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে কীসের ভিত্তিতে স্থগিত করা হয়েছে তা আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানি না।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ