কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ চেয়ে স্কুল গেটে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা।
এ সময় প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে চাইলে শিক্ষার্থীদের বাধার মুখে চলে যেতে বাধ্য হয়। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, প্রধান শিক্ষক জাহেদ উল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, ছাত্র-শিক্ষক আর অভিভাবকদের সঙ্গে অসদাচরণ, ফলাফল খারাপ, জোরপূর্বক অর্থ আদায়সহ আরো বেশ কয়েকটি অভিযোগ তুলে শিক্ষার্থী ও অভিভাবকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এর আগেও তার অপসারণ দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল হয়।
আজ সকালে শিক্ষার্থীরা স্কুলের প্রধান গেটে তালা দিয়ে অপসারণের দাবিতে করা ব্যানার টাঙিয়ে দেয়। ওই সময় প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ স্কুলে ঢুকতে চাইলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ বলেন, আজ সকাল ৮টায় স্কুলে এসে দেখি প্রধান গেটে তালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা।
স্কুলে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা আটকিয়ে রেখে লাঞ্ছিত করে। আমি দেড়ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছি। বাইরের কিছু মানুষের ইন্ধনে এটি করা হচ্ছে বলে মনে করেন তিনি।
জেএন/পিআর