চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৪১ জন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইটিআইডিতে ৪ জন, সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ৬০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। অন্যদিকে, চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জন।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপও দ্রুত বাড়ছে। তাই সময়মতো মশা নিধন ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা।
জেএন/পিআর