চবিতে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ১০ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রেক্ষিতে চবি প্রশাসন ১০টি পদক্ষেপ নিয়েছে। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় চবি উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব পদক্ষেপ উপস্থাপন করেন।

- Advertisement -

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন এসব পদক্ষেপ উপস্থাপন করেন।

- Advertisement -google news follower

উপ-উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন জানান, সভায় উপাচার্য, দুই উপ-উপাচার্য, সিন্ডিকেট সদস্য, ডিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভার গৃহীত সিদ্ধান্তগুলো হলো—

- Advertisement -islamibank

১. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।
২. সুচিকিৎসা নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে।
৩. শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে অনুরোধ করা হবে।
৪. বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
৫. সোমবারের মধ্যে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
৬. ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
৭. সার্বিক পরিস্থিতি বিবেচনায় করণীয় ঠিক করতে মঙ্গলবার বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে।
৮. দুই নম্বর গেটসংলগ্ন বাড়িওয়ালাদের সঙ্গে সমন্বয়ের জন্য একটি কমিটি করা হবে।
৯. পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স বহাল রাখার অনুরোধ করা হবে।
১০. শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে একটি হটলাইন সেবা চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ- উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপ ড. আবু তৈয়ব চৌধুরী ও প্রক্টরিয়াল বডি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ