টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মিচেল স্টার্কের

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে ৩৫ বছর বয়সী এই তারকা বোলার আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানান।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

- Advertisement -google news follower

অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’

‘এখন থেকে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে চায়। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও সামনের টেস্ট সিরিজগুলোকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

- Advertisement -islamibank

টি-টোয়েন্টি ক্যারিয়ারে স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৬৫টি ম্যাচ, নিয়েছেন ৭৯টি উইকেট। জাতীয় দলে অ্যাডাম জাম্পার পর তিনিই অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারি।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্টার্কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, ‘স্টার্ক যে অবদান রেখে গেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট তা কখনো ভুলবে না। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

টেস্ট ক্রিকেটকে সব সময় অগ্রাধিকার দিয়ে আসা মিচেল স্টার্ক এবার নিজেকে আরও বেশি প্রস্তুত রাখতে চাইছেন সেখানেই। ২০২৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি থাকায় সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে যাওয়াকেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে করছেন এই পেসার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ