চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের যৌথ উদ্দ্যেগে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ভোক্তাস্বার্থবিরোধী নানা অনিয়মের দায়ে ওয়েল ফুডসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে বাজারজাত করা বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই অনুমোদিত চিহ্ন না থাকা এবং ভোক্তাদের প্রতারণা ও জনস্বাস্থ্যের ঝুঁকির আশঙ্কায় জিইসি মোড় এলাকার ওয়েল ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।
তাছাড়া একই এলাকার এশিয়ান কাবাব রেস্টুরেন্টে খাবার পরিবেশনের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ওই এলাকায় বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা করা এবং গ্রাহকদের জন্য কোনো মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে দুটি ফলের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। এ সময় তাদের সঙ্গে বিএসটিআই ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, নগরের বিভিন্ন খাদ্য ও নিত্যপণ্যের দোকানে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। ভোক্তাদের সঠিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
জেএন/পিআর