সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চবি প্রশাসন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চবি প্রশাসন।

- Advertisement -

সোমবার (০১ আগস্ট) রাত হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, মামলার বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

- Advertisement -google news follower

অন্যদিকে, জোবরা গ্রাম ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা এখনও বলবৎ। ক্যাম্পাসের পরিবেশ থমথমে; ক্লাস চললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।

সকল বিভাগের পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী করণীয় ঠিক করতে বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য।

- Advertisement -islamibank

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে ভাড়া বাসায় প্রবেশ করতে দেওয়ার ঘটনায় মারধরের পর শনিবার ও রবিবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ