ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার এই কম্পন অনুভূত হয় জালালাবাদ শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -google news follower

বিবিসিজানিয়েছে, এর মাত্র দুই দিন আগে, রবিবার (৩১ আগস্ট) ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ হাজার আহত হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তা ধসে পড়ায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। অনেক গ্রামে ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে।

- Advertisement -islamibank

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে হেলিকপ্টার দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে কিছু এলাকায় ভৌগোলিক বাধার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, মাজার উপত্যকার একটি গ্রামে তিনবার চেষ্টা করেও হেলিকপ্টার নামানো যায়নি।

জাতিসংঘ জরুরি তহবিল থেকে সহায়তা দিয়েছে। যুক্তরাজ্য ১ মিলিয়ন পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত পাঠিয়েছে এক হাজার তাবু এবং কাবুল থেকে কুনার প্রদেশে খাদ্যসামগ্রী পরিবহনে সহযোগিতা করছে।

সেভ দ্য চিলড্রেন জানায়, দুর্গম এলাকায় হাজারো মানুষ এখনো খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের তীব্র সংকটে আছে। অনেক শিশু নদীর পানি খেতে বাধ্য হচ্ছে। চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম পাঠিয়েছে সংস্থাটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ