স্মার্টফোনের লোভে আচারের প্যাকেটে ইয়াবা পাচারের চেষ্টা, ধরা যুবক

অনলাইন ডেস্ক

বাইরে থেকে দেখে মনে হবে যেন সাধারণ টকঝাল বার্মিজ আচারের প্যাকেট। কিন্তু ভিতরে ছিলো মরণব্যাধি মাদক ইয়াবা

- Advertisement -

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (৬৪ বিজিবির) হাতে ধরা পড়লো সেই অভিনব কায়দার পাচার কৌশল। উদ্ধার হলো ২০০ পিস ইয়াবা।

- Advertisement -google news follower

আটককৃত যুবকের টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকার মো. সাব্বিরের ছেলে মঞ্জুর আলম (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, বিকেল ৪টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে যাত্রীবেশে যাচ্ছিলেন মঞ্জুর আলম। চেকপোস্টে বিজিবির নজরে পড়তেই শুরু হয় তল্লাশি। সাথে ছিল প্রশিক্ষিত স্নিফার কুকুর জ্যাক।

- Advertisement -islamibank

একপর্যায়ে মঞ্জুরের কালো পলিথিন ব্যাগ থেকে পাওয়া যায় ২৮টি বার্মিজ আচারের প্যাকেট। যেখানে সবুজ রঙের ২৭টি ও সাদা রঙের ১টি। এগুলো কেটে দেখা যায়, ভেতরে অভিনবভাবে লুকানো হয়েছে ইয়াবা ট্যাবলেট।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম জানায়, একটি স্মার্টফোন পুরষ্কারের আশায় টেকনাফের ইব্রাহিমের কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ ছিলেন।

৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদক চোরাকারবারীরা যত কৌশলই নিক, বিজিবি সতর্ক রয়েছে।

গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক যুবককে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ