ঈদে মিলাদুন্নবী (স.) এর জশনে জুলুসে যাওয়ার পথে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার সামনে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
অবমাননাকর ভঙ্গির সেই ছবিটি ওই যুবক নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ ঘটনায় কওমি মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে আরিয়ান ইব্রাহীম নামে ওই যুবককে আটক করে।
আটক আরিয়ান ইব্রাহীম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড়ের মুহাম্মদ মুছার ছেলে।
আটকের পর সে ভিডিও বার্তায় উক্ত কর্মাকাণ্ডের জন্য ক্ষমা চান।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ওই ছেলেটিকে আটক করেছে। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, ঘটনার পর আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিই। সাড়ে ৭টার দিকে ওই যুবককে আটক করি।
জেএন/এমআর