পুলিশ লাইনের ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

বান্দরবানে পুলিশ লাইনের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

- Advertisement -

প্রথমে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালা ঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এ ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম জামালপুলের সরিষাবাড়ী উপজেলার আব্দুস সালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

- Advertisement -islamibank

পুলিশ জানায়, কনস্টেবল রাশিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

শনিবার সন্ধ্যায় হঠাৎ ব্যারাকের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এতে তার দুই পায়ের গোড়ালি পা থেকে আলাদা হয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার করে চমেকে। পরে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, এক পুলিশ সদস্য ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। লাইনের হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ