সাতকানিয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে টমটম চালক নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির (৪০) নামে এক টমটম চালক নিহত হয়েছে।

- Advertisement -

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

- Advertisement -google news follower

নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। আহতরা হলেন, মৃত নুরুল কবিরের মা মা মমতাজ বেগম (৫৮) এবং তিন ভাই জানে আলম (৩০), মো. আলম (২৫) ও মো. আবছার (৩৫)।

জানা যায়, এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকার আব্দুল মজিদ ও তার ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছিলেন।

- Advertisement -islamibank

এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নুরুল কবির গত ৩১ আগস্ট থানায় অভিযোগও করেছিলেন।

গতকাল শনিবার বিকেলে একই জায়গায় আবারও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গেলে মা ও ভাইদেরও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল কবিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চমেক হাসপাতালেই ৮ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় নুরুল কবির মৃত্যুবরণ করে।

নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণ করতে চাইলে বাধা দিলে মজিদ ও তার ছেলেরা আমাদের উপর হামলা চালায়।

দা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করা হয়েছে, অন্যদেরও মারধর করা হয়েছে। রাতেই আমার ছেলে নুরুল কবির মৃত্যুবরণ করে।

জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার এওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা বেগম।

জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যাক্তি নিহত হওয়ার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে জানালেন সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত। বিষয়টি তদন্ত করা হচ্ছে জানালেন ওসি তদন্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ