হাটহাজারী মডেল থানার নতুন ওসি মনজুর কাদের

অনলাইন ডেস্ক

হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মডেল থানার আগের ওসি আবু কাওসার মাহমুদকে প্রত্যাহারের পর নতুন ওসি হিসেবে মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, আগের ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থানে মনজুর কাদের ভূঁইয়া নতুন ওসির দায়িত্ব পেলেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, তুন দায়িত্ব পাওয়া মনজুর কাদের ভূঁইয়ার যোগদান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বলা হয়, মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে আগের কর্মস্থল চকরিয়ায় দায়িত্ব পালনকালে হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি ও হেফাজতে মৃত্যুর মতো গুরুতর সব অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে এর আগে তাকে প্রত্যাহারের দাবিতে সেখানে বিক্ষোভও হয়েছিল।

- Advertisement -islamibank

ঈদগাঁও উপজেলার বাসিন্দা আকতার হোছাইন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ২০১৩ সালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ থাকাকালে মনজুর কাদের একটি মিছিলে গুলি চালান, এতে তার ভাই রশিদ আহমদ নিহত হন।

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মনজুর কাদের দুই নম্বর আসামি বলে তিনি দাবি করেন। মনজুর কাদের হাটহাজারী মডেল থানায় যোগদানের খবরে সর্বত্র অসন্তোষ বিরাজ করছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাটহাজারী মাদ্রাসা নিয়ে আপত্তিকর পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রত্যাহার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ