ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

অনলাইন ডেস্ক

দেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় রয়েছে, আর উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি আকারে অবস্থান করছে।

- Advertisement -

এ অবস্থায় আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে একটি শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যেই দেশে ধেয়ে আসছে “ঈশান-২” নামে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। এটি মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -islamibank

তবে এর প্রভাব পড়বে সারা দেশের আবহাওয়ার ওপর—বিশেষ করে গরম কিছুটা কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে বলে জানানো হয়। এর প্রভাবে উত্তরাঞ্চলের বেশকিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

এ দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও এমনই ইঙ্গিত মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

যদিও সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ