বোয়ালখালীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যজট, হত্যা না আত্মহত্যা!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যুতে রহস্যজট সৃষ্টি হয়েছে।

- Advertisement -

নিহতের স্বামীর পরিবার থেকে এটি আত্মহত্যা বলে দাবি করলেও সীমার চাচা বলছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

- Advertisement -google news follower

নিহত সীমা আক্তার উপজেলার গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে রয়েছে বলে জানা যায়।

সীমার ভাসুর মো. জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

- Advertisement -islamibank

তবে নিহত সীমার চাচা খোরশেদ অভিযোগ করে বলেন, মাত্র পাঁচফুট উঁচু জায়গা থেকে ঝুঁলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ