টেরিবাজারকে সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন—টেরিবাজার শুধু একটি বাজার নয়, এটি চট্টগ্রামের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

- Advertisement -

তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। সিটি কর্পোরেশন বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে। বাজারের ব্যবসায়ীরা যদি একযোগে কাজ করেন, তবে টেরীবাজারকে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

- Advertisement -google news follower

ডা. শাহাদাত হোসেন আরও উল্লেখ করেন, চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় টেরীবাজারকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হবে। বাজারের পরিবেশ উন্নত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণেও তিনি প্রতিশ্রুতি দেন।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়—যেমন অবকাঠামোগত সংকট, যানজট, বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। মেয়র তা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ সমাধানের আশ্বাস দেন।

- Advertisement -islamibank

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান। সাধারণ সম্পাদক আবুল মনসুর সভা পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, নাছির উদ্দীন চৌধুরী, বেলায়েত হোসেন, মোঃ আলমগীর, মোঃ ফরিদুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোঃ মহি উদ্দিন, এস.এস.এস বাহাদুর, ইশতেহাদ হোসেন, রাজিব, ইমরানুল হক সাইয়েদ, মোহাম্মদ বাকের উল্যাহ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোঃ মামুনুর রশিদ, হাফেজ তাজুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, মোঃ আবু ছালেক প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ