চট্টগ্রামের মিরসরাইয়ে ডিম বোঝাই একটি লেগুনা গাড়ি উল্টে অর্ধলাখ টাকার ডিম নষ্ট হয়ে গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মিরসরাই পৌরসদরের ডাক বাংলো এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় লেগুনা গাড়ি চালক মো. বাবু (২৭) ও ডিম ব্যবসায়ী আব্দুর রহিম (২৬) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে হঠাৎ মহাসড়কে ১৫ হাজার ডিম বোঝাই গাড়িটি উল্টে যায়। এতে প্রায় ৫ হাজার ডিম সড়কে পড়ে নষ্ট হয়ে যায়। গাড়ি চালক ও ব্যবসায়ি আড়ৎদারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত ডিমের ডিলার মো. আব্দুর রহিম জানান, ডিমের গাড়িতে প্রায় দেড় লক্ষ টাকার ডিম ছিলো। বড়দারোগার হাট থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল-বারইয়ারহাট-ফেনীতে ডিম গুলো পাইকারী মূল্য বিক্রি করা হয়। দূর্ঘটনায় প্রায় অর্ধ লক্ষ টাকার ডিম নষ্ট হয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দূর্ঘটনা কবলিত ডিমের গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। সড়কে গাড়ি চলাচলের কোন ধরনের বাঁধা সৃষ্টি হয়নি।
জেএন/পিআর