সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই: গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৬০ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট জাফর চৌধুরী বড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার যুবকের নাম আরকান চৌধুরী (২৫)। সে উপজেলার উত্তর কাঞ্চনা মনুফকিরহাট, জাফর চৌধুরী বাড়ির এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

সাতকানিয়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন ৪ নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডস্থ, উত্তর কাঞ্চনা (মনু ফকির হাট) জাফর চৌধুরী বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ৬০৬০০ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরকান চৌধুরী গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আইনানুগ প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ