চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল পরান বাপের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ অহ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুন সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেন নি।
জেএন/পিআর