বাঁশখালীতে সোনালী অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

অনলাইন ডেস্ক

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ৯ নম্বর ওয়ার্ড এলাকার বউস্যবর পাড়ার একটি কৃষিজমিতে বিরল প্রজাতির একটি বার্মিজ অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁশখালী ইকোপার্কের বনকর্মীরা। পরে স্থানীয়দের সহায়তায় অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

প্রায় ৫ কেজি ওজনের এবং আনুমানিক ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি দুপুর ২টার দিকে বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত বনভূমির গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, ইকোপার্ক স্টাফগণ এবং ইকোপার্ক ইজারাদারের প্রতিনিধি আব্দুর রশিদ।

- Advertisement -islamibank

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, “আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং অজগরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।

পরে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ